চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় চবি উপাচার্য তার নির্বাহী ক্ষমতাবলে এই ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করেন।
তারা হলেন ফিন্যান্স বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী ওয়ালিদুর রহমান, ইংরেজি বিভাগের ২০১৪-১৫ সেশনের তাসনিম সিকদার, সংগীত বিভাগের শাহরিয়ার চৌধুরী ইমন, ইতিহাস বিভাগের শাহরাজ চৌধুরী, দর্শন বিভাগের মাহমুদ হাসান ও নৃ-বিজ্ঞান বিভাগের জিয়াউর হক মজুমদার।
এর মধ্যে গত ১০ মার্চ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্তব্যরত এক চিকিৎসককে মারধরের ঘটনায় ওয়ালিদুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এছাড়া ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফজলে রাব্বিকে মারধরের ঘটনায় তাসনিম সিকদারকে ৬ মাসের ও একই দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিউল মিনহাজকে মারধরের ঘটনায় শাহরিয়ার চৌধুরী, শাহরাজ চৌধুরী, মাহমুদ হাসান ও জিয়াউর হক মজুমদারকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৭/মাহবুব