বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ‘বরিশাল ইউনিভার্সিটি আইটি সোসাইটির’ লোগো উন্মোচন করা হয়েছে। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় এই লোগো উন্মোচন করেন উপাচার্য বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হক।
এ সময় কেক কেটে বরিশাল ইউনিভার্সিটি আইটি সোসাইটির ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন এবং তাদের উদ্যোগে নির্মিত একটি ডকুমেন্টারি উপভোগ করেন উপাচার্য। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, প্রযুক্তির উৎকর্ষ সাধনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই লক্ষ্য বাস্তবায়নে তরুন প্রজন্মের দায়িত্ব হচ্ছে নতুন নতুন চিন্তা উদ্ভাবনের মাধ্যমে প্রযুক্তিখাতে নিজেদের দক্ষতা ও যোগ্যতা প্রমান করা। একই সাথে প্রযুক্তির অপব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।
এসময় তিনি আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় আজ নানা কারনে আলোচিত। কেননা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়ে নতুন বিশ্ববিদ্যালয়টির সুনাম বৃদ্ধিতে ব্রান্ড এম্বেসেডর হিসেবে কাজ করছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রাহাত হোসাইন ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকমন্ডলী, ববি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক, বরিশাল ইউনিভার্সিটি আইটি সোসাইটির নেতৃবৃন্দ এবং সিএসই বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৭/ওয়াসিফ