প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) “বঙ্গবন্ধু পরিষদ”।
উক্ত আলোচনা সভাটি গণিত বিভাগের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমানের সভাপতিত্বে বুধবার বেলা ১১টায় রসায়ন বিভাগের গ্যালারি রুমে অনুষ্ঠিত হয় এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যোহর নামাজ বাদ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলেচনা সভায় বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. গাজী মাজহারুল আনোয়ার। তিনি বলেন, গণতান্ত্রিক এই দেশের পেছনে বর্তমান প্রধানমন্ত্রীর সেই সময়ের স্বদেশ প্রত্যাবর্তন অনেক গুরুত্ব পায়। তিনি প্রত্যাবর্তন না করলে আমরা হয়তো এমন গণতান্ত্রিক দেশ দেখতে পারতাম না। এমনকি মুক্তিযোদ্ধের চেতনাও হারিয়ে ফেলতাম বলেও উল্লেখ করেন এই তিনি।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস কে কেন্দ্র করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক তাবিউর রহমান প্রধান বলেন, আজকের এই দিনটি যেমন আনন্দের তেমনি এটি দুঃখও বহন করে।
রসায়ন বিভাগের প্রভাষক মো. নুরুজ্জামান খান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক যুবায়ের ইবনে তাহের, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এইচ এম তারিকুল ইসলাম ও প্রভাষক অবিনাশ চন্দ্র সরকার, পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. বিপুল হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৭ মে, ২০১৭/মাহবুব