স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা: এম আজিজের বাসায় ভাংচুরের ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) শাখা ছাত্রলীগের বিরুদ্ধে মামলা দেয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। শনিবার দুপুরে ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সম্পদ দত্ত সৈকতের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান তুষার ও ইন্টার্ন চিকিৎসক মেহেদী হাসান কবিরের এ ঘটনায় কোনো সম্পৃক্ততা না থাকলেও মামলা করেছে কলেজ প্রশাসন। কারণ অ-চিকিৎসকদের ইশারায় এখন মেডিকেল কলেজ চলছে। দ্রুত এ মামলা প্রত্যাহার না হলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে।’
গত বুধবার রাতে নগরীর পুরোহিত পাড়ায় ডা: এম আজিজের বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। এঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বাদী হয়ে বৃহস্পতিবার কোতোয়ালী মডেল থানায় ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান তুষার ও ইন্টার্ন চিকিৎসক মেহেদী হাসান কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করে কলেজ প্রশাসন।
বিডি প্রতিদিন/২০ মে ২০১৭/হিমেল