শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (স্থগিত কমিটি) সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অপর দুইজন হলেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান রুদ্র ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ রিয়াদ।
রবিবার দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এ পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের স্পেশ্যাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, ভিকটিম অপ্রাপ্তবয়ষ্ক হওয়ায় পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য মামলাটি শিশু আদালতে স্থানান্তরের নির্দেশ দেন ট্রাইব্যুনালের বিচারক। বাদী পক্ষের আইনজীবী মো. মসরুর চৌধুরী শওকত এ তথ্য জানান।
গত ৮ এপ্রিল শাবিতে ঘুরতে এসে যৌন নীপিড়নের শিকার হন এক স্কুল ছাত্রী। এ ঘটনার প্রতিবাদ করলে শাবি প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ নবীউল আলম দিপু ও সাধারণ সম্পাদক সরদার আব্বাসকে বেড়ধক পেটায় ছাত্রলীগ সভাপতি পার্থের অনুসারীরা।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব