বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাদিকুর রহমানের বিরুদ্ধে শ্রেণিকক্ষে যৌন হয়রানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই বিভাগের চারজন শিক্ষক এবং কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পরপরই ওই শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ওই শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন।
২০১১ সালে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষকের বিরুদ্ধে এই প্রথম কোন যৌন হয়রানির লিখিত অভিযোগ উঠলো। সম্প্রতি সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সাদেকুর রহমানের বিরুদ্ধে শ্রেনীকক্ষে যৌন হয়রানিমূলক বক্তব্য দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন একই বিভাগের তিনজন শিক্ষিকা ও একজন শিক্ষক এবং কয়েকজন শিক্ষার্থী। এর মধ্যে এক শিক্ষিকা থানায়ও সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগ পাওয়ার পর সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সাদিকুর রহমানকে অব্যাহতি দিয়ে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক।
যদিও ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক সাদিকুর রহমান।
প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে ১০ জন শিক্ষক এবং ছয় ব্যাচে ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৭/মাহবুব