বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দফায় দফায় সংঘর্ষের ঘটনায় সাত শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত শিক্ষার্থীদের কাছে ওই শোকজ নোটিশ পাঠানো হয়।
এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ছেলেদের আবাসিক শহীদ শামসুল হক হল ও আশরাফুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
শোকজ চিঠি পাওয়া সাত শিক্ষার্থী হলেন, কৃষি অনুষদের প্রথম বর্ষের মোহাম্মদ রায়হান হোসেন, নূর-ই-আলম অনিক, দ্বিতীয় বর্ষের তুষার ভূঁইয়া, আব্দুল জব্বার, পশুপালন অনুষদের দ্বিতীয় বর্ষের এস এম সাকিব ফেরদৌস রাতুল, মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রথম বর্ষের ফারহান হৃদয় এবং দ্বিতীয় বর্ষের শাহীনুর রেজা।
শোকজের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বলেন, ক্যাম্পাসে বি-শৃঙ্খলা সৃষ্টির সঙ্গে তাদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাই তাদের শোকজ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ২৬ মে ২০১৭/আরাফাত