যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে যশোর শিক্ষা বোর্ডের ১৯৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এ তথ্য নিশ্চিত করে জানান, খাতা পুনঃনিরীক্ষণে ৪৩ হাজার ৭৭০ আবেদন পত্রের মধ্যে ১৯৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৮৩ জন, বিভিন্ন গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন, এ-গ্রেড পেয়েছে ৩৪ জন, এ-মাইনাস পেয়েছে ২২ জন, বি-গ্রেড পেয়েছে ১৫ জন, সি-গ্রেড পেয়েছে ১৪ জন এবং ডি-গ্রেড পেয়েছে ৩৮ জন শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/৩১ মে ২০১৭/আরাফাত