চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের আগামী ৯ জুনের মধ্যে হল ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে। আবাসিক হলগুলোতে সংস্কার কার্যক্রম চালানোর জন্য এ নির্দেশ দেওয়া হয়। আগামী ৪ জুলাই পর্যন্ত ২৫ দিন কোনো শিক্ষার্থী হলে অবস্থান করতে পারবে না। তাছাড়া ১ জুন থেকে চবির কোনো রুটে শাটল ও ডেমু ট্রেন চলাচল করবে না। বৃহস্পতিবার দুপুরে চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামরুল হুদা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চবিতে বর্তমানে ১২টি আবাসিক হল আছে। এর মধ্যে ছাত্র হল আটটি এবং ছাত্রী হল চারটা। সব হলে মিলে বর্তমানে মোট প্রায় ৫ হাজার শিক্ষার্থী থাকেন।
চবির প্রক্টর মো. আলী আজগর চৌধুরী বলেন, ‘অনেকগুলো আবাসিক হলের কক্ষ সংস্কার করা প্রয়োজন হয়েছে। তাই হলগুলো সংস্কার ও পরিস্কার করতে শিক্ষার্থীদের ২৫ দিন হলে অবস্থান না করার জন্য বলা হয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার