২০১৭-১৮ অর্থ বছরের জন্য ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের দ্বিতীয় বৃহত্তম এই শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলছেন, বাংলাদেশের ইতিহাসে এতো বড় আকারের বাজেট কখনো ঘোষণা করা হয়নি। তাই নিশ্চিতভাবে এই বাজেটে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাজেটকে বাস্তবায়ন করবেন। সকল স্তরের মানুষের ওপর যে কর নির্ধারিত করা হয়েছে তা সঠিকভাবে দিলে এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব।
ছাত্রলীগ নেতা রুনু আরও বলেছেন, বাংলাদেশকে মধ্যম আয়ের ও উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী প্রতিবছর বাজেটের আকার বৃদ্ধি করছেন। এবারের বাজেটের স্লোগান- 'উন্নয়নের মহাসড়ক: সময় এখন আমাদের।' তাই এই বাজেট বাস্তবায়ন হলে বাংলাদেশ নিশ্চিতভাবে উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দেয়া শুরু করবে। এমন একটি বাজেট ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ধন্যবাদ।
বিডি প্রতিদিন/২ জুন, ২০১৭/ফারজানা