জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্বব্যাংক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে Higher Education Quality Enhancement Project এর অধীনে 'টিচিং অ্যান্ড লার্নিং মেথড' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য ডক্টর আবুল হোসেন, কলা ও মানবিকী অনুষদের ডিন ডক্টর মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আকম জামাল উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদ আহমেদ, সহকারী অধ্যাপক মিস নাসরিন সুলতানা, সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, বিভাগীয় সভাপতি প্রফেসর তারেক চৌধুরী, প্রকল্প পরিচালক ও দর্শনের অধ্যাপক ডক্টর মুস্তাফা নাজমুল মানসুর।
শিক্ষার মান উন্নয়নে দর্শন বিভাগের এই সেমিনারকে একটি মাইলফলক অভিহিত করে উপ-উপাচার্য ডক্টর আবুল হোসেন অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাগত জানান।
সেমিনারে নির্ধারিত বক্তারা কিভাবে গবেষণাপত্র লিখতে হয় সে বিষয়ে বিশদভাবে আলোচনা করেন।
বিডি প্রতিদিন/২৫ আগস্ট ২০১৭/আরাফাত