কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, যুক্তরাজ্যে বসে বিএনপি-জামায়াত নেতারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। তাদের এই ঘৃণ্য ষড়যন্ত্রকে নৎসাত করে আগামী নির্বাচনে তৃতীয়বারের মতো জয়ী হয়ে ক্ষমতায় আসার হ্যাটট্রিক করবেন শেখ হাসিনা।
শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগ আয়োজিত এক শোক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারকে জনগণ আবার ক্ষমতায় আনবে উল্লেখ করে এনামুল হক শামীম বলেন, ক্ষমতায় থাকাকালে বিএনপি-জামায়াত নেতারা সারা দেশেটাকে লুটপাট করে খেয়েছে। আন্দোলনের জন্য খালেদা জিয়া অনেক তারিখ দিয়েছে কিন্তু কেউ তার ডাকে রাস্তায় নামেনি। খালেদা জিয়ারা যতই ষড়যন্ত্র করুক না কেন বাংলাদেশে দুর্নীতিবাজ তারেক আর খালেদা জিয়ার ক্ষমতায় আসার আর কোনো সম্ভাবনা নেই। দেশের উন্নয়ন, অগ্রগতি স্বাধীনতা আর সার্বভৌমত্বের জন্য শেখ হাসিনাকেই চায় বাংলাদেশের মানুষ।
তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আমাদের পশ্চিম পাকিস্তানের গোলামী করতে হতো। প্রধান বিচারপতি তো দূরের কথা হাইকোর্টের ক্লার্কের বেশি হতে পারতেন না। তাই বঙ্গবন্ধুকে কেউ খাটো করার দৃষ্টতা দেখাবেন না। বাঙালি জাতি সেটা ভালোভাবে নেবে না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৪২তম শাহাদাৎ বার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
হল শাখা ছাত্রলীগের সভাপতি ফকির রাসেল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়ন হাওলাদারের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, হলের প্রাধ্যক্ষ ও ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ইনান ও সাবেক সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাৎ প্রমুখ।
বিডি প্রতিদিন/২৫ আগস্ট ২০১৭/আরাফাত