বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণি ভর্তি পরীক্ষা ছিটমহল ও তৃতীয় লিঙ্গ বিশেষ কোটা বাদ দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ-এর সভাপতিত্বে রবিবার বিকেলে ৩টায় ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মত বেরোবিতে তৃতীয় লিঙ্গ বিশেষ কোটা চালু করা হয়। বিশেষ ওই কোটা চালুর পর থেকেই নির্ধারিত আসন শূন্য থেকে যায়।
বিডি প্রতিদিন/২৭ আগস্ট ২০১৭/আরাফাত