ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ঘুরতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই দর্শনার্থী। একই সাথে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় বিপুল ও আশরাফুল নামে দুই বহিরাগতকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে তানিয়া (ছদ্মনাম) ও তার বন্ধু বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসে। তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে আসলে বহিরাগত বিপুল, আশরাফুল ও বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামরুজ্জামান সাগর তাদের লাঞ্ছিত করে। এসময় তাদের সাথে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় বিপুল ও আশরাফুল।
খবর পেয়ে ইবি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের হাতেনাতে আটক করে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুজ্জামান সাগরককে পুলিশ ছেড়ে দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এ বিষয়ে ইবি থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ শর্মা বলেন, ছিনতায়ের ঘটনা শুনে আমরা অপরাধীদের আটক করেছি। তাদের দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দর্শনার্থীরা।
এদিকে, বহিরাগত বিপুলের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। মামলা থাকার পরেও ছাত্রলীগের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আন্তর্জাতিক ব্লকে অবস্থান করে আসছে।
গত বছর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির মাহফুজ মাসুদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে এই বহিরাগত বিপুল। ২০১৪ সালে সিরাজগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্রসহ বিপুল গ্রেফতার হয়। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মারধর, বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারের কাছ থেকে চাঁদা আদায়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/০৪ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত