ইসলামী বিশ্ববিদ্যালয়ে গবেষণা পদ্ধতি এবং ই-রিসার্চ পরিচালনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইনিস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল(আইকিউএসি) প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. কে এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক রাজিবুল ইসলাম। কর্মাশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের অ্যাসেক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহজাদ নাসির উদ্দিন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতিসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার