উৎসবমুখর পরিবেশে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।
এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে প্রশাসনিক ভবনের সামনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. মিজানুর রহমান, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডা. মো. ফজলুল হক, সোসাল সায়েন্স অ্যান্ড হিউমিনিটিস অনুষদের ডীন প্রফেসর ড. ফাহিমা খানম, রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বলরাম রায়, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ডা. এস এম হারুন-উর-রশীদ, হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান প্রমুখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার উদ্যোগে ১৮তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেক কাটা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার