রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সংগঠনটির দফতর সম্পাদক তাজুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য তারা চার দফা দাবি তুলে ধরা হয়েছে। সেগুলো হলো বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, বিনোদপুর গেট, কাজলা গেট ও চারুকলা গেটে দুর্ঘটনা রোধে আশু ব্যবস্থা গ্রহণ; চারুকলা গেটে অনুমোদিত রেল ক্রসিং গেট দেয়ার ব্যবস্থা গ্রহণ; ক্যাম্পাসের ভিতরে অনিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালানো ও ড্রাইভিং লাইসেন্স ব্যতিত মোটরসাইকেল চালানো বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বিনোদপুর থেকে কাজলা পর্যন্ত যানবাহনে নির্দিষ্ট গতিসীমা নির্ধারণ করা।
ব্যবসায়ী নিহতের ঘটনায় শোকও প্রকাশ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাস ধাক্কায় মাহি বাবু রনি নামে এক ব্যবসায়ী নিহত হন।
বিডি-প্রতিদিন/১২ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব