১৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:২৪

রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে শাবিতে মানববন্ধন

শাবি প্রতিনিধি:

রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে শাবিতে মানববন্ধন

সংগৃহীত ছবি

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর নির্যাতন, গণহত্যা ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে কয়েকশত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, রাখাইনে জাতিগত নিধন অবিলম্বে বন্ধ করতে হবে এবং তাদের নিজদেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে হবে। মিয়ানমারের বিরুদ্ধে প্রয়োজনে অর্থনৈতিক অবরোধ আরোপ করা উচিত বলে বক্তারা দাবি করেন।
 
কর্মসূচীর সমন্বয়ক নাসির উদ্দীন তার বক্তব্যে বলেন, গণহত্যা বন্ধে মিয়ানমারের উপর আর্ন্তজাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নিতে হবে। এ বর্বরোচিত ও অমানবিক কার্যক্রমের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিডিপ্রতিদিন/ ইমরান জাহান/ ১৮ সেপ্টেম্বর, ২০১৭

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর