১৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:১৫

সু চি'র নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবিতে খুবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

সু চি'র নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবিতে খুবিতে মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর নির্যাতন-গণহত্যার প্রতিবাদ ও অং সান সু চির নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। 

মানববন্ধনে বক্তারা মিয়ানমারের ওপর বাণিজ্যিক ও আর্থিক অবরোধ আরোপের পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর বর্বর নির্যাতন-গণহত্যা বন্ধের দাবি জানান। পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী, তারিকুজ্জামান লিপন, এসএম মোহাম্মদ আলী, মোস্তফা আল মামুন প্রবাল। মানববন্ধনটি পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল। এতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর