জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের অন্তর্ভুক্ত ‘সি’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ‘সি’ ইউনিটের ৪৬০টি আসনের বিপরীতে মেধাক্রম অনুযায়ী ২ হাজার ৩০০ জন পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এরা ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে। এই ইউনিটে ১৩ হাজার ৬৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিল। ‘সি’ ইউনিটের ভর্তিসংক্রান্ত আরো তথ্যাদি পরবর্তীকালে জানানো হবে।
ভর্তি পরীক্ষার ফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট http://admission.jnu.ac.bd অথবা http://admissionjnu.info) এ পাওয়া যাচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার