জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনের বক্তৃতায় বিশ্ব শান্তির মডেল প্রস্তাব উপস্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।
রবিবার ছাত্রলীগের রাবি শাখার সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে আনন্দ মিছিলটি ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে বের হয়। এরপর ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবার টেন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে রাবি ছাত্রলীগের নেতারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ অধিবেশনে প্রদত্ত ৬ দফা প্রস্তবকে স্বাগত জানান এবং এ সকল প্রস্তাব বাস্তবায়নের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এহসান মাহফুজ, সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক, ইমরান খান নাহিদ, মেহেদী হাসান মিশু, দফতর সম্পাদক আবুল বাশার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহীল গালিব, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রুবেল, সহ-সম্পাদক আবদুল্লাহীল কাফিসহ দুই শতাধিক নেতাকর্মী।
বিডি-প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব