নিজ কর্মস্থল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
সোমবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে নিজ অফিসরুমে যোগদানপত্রে স্বাক্ষর করেন তিনি।
এসময় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমি এখন পুরোপুরি সুস্থ আছি। শারীরিক অবস্থা আগেই ভাল হলেও গতকাল ডাক্তাররা আমাকে ছাড়পত্র দেয়। অনেক দিন ক্লাস না নেয়াই শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হচ্ছিল, তবে আমার কলিগরা তা অনেকাংশে পুষিয়ে নিয়েছে। সম্ভব হলে আজ থেকেই ক্লাস নেয়া শুরু করব।’
এদিকে জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত জালালাবাদ থানার এএসআই মো. মিরাজ উদ্দিন বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্যারের অফিসের সামনে, কর্মস্থলের ভবনের নিচে ও স্যারের বাসার সামনে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে।’
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৮/মাহবুব