খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩য় সমাবর্তন আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এতে ২ হাজার ৭৯৫ জন শিক্ষার্থীকে স্নাতক ও ২২৮ জনকে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে। এছাড়া ৩৮ জন কৃতি গ্রাজুয়েটকে দেয়া হবে ‘বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক’।
সোমবার বেলা ১১টায় কুয়েট সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
এতে লিখিত বক্তৃতা পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, সম্প্রতি ময়মনসিংহে দুর্ঘটনায় নিহত কুয়েটের ৪ শিক্ষার্থীর স্মরণে এবার শোকাবহ পরিবেশে সমাবর্তন অনুষ্ঠিত হবে। ব্যানার-ফেস্টুন দিয়ে পুরো ক্যাম্পাস সাজানো হয়েছে। তবে কোথাও লাল রঙ ব্যবহার করা হয়নি। এছাড়া সমাবর্তন শেষে বরাবরের মতো স্মরণসভা হবে কিন্তু সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. কাজী হামিদুল বারী, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মো. আব্দুর রফিক, মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও রেজিষ্ট্রার জিএম শহিদুল আলম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২ এপ্রিল ২০১৮/হিমেল