সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আগামী ৮ এপ্রিল গণপদযাত্রা কর্মসূচির ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এ সময় লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সমন্বয়ক হাসান আল মামুন৷
সংবাদ সম্মেলনে বলা হয়, ৮ এপ্রিল বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে পুরো ক্যাম্পাসে 'গণপদযাত্রা' কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে সারা দেশের কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভাগ ও জেলা পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৮/মাহবুব