ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘মানব সম্পদ উন্নয়নে ইসলামের নীতি ও পদ্ধতি’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ টায় আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. আশরাফুল আলম। বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেনের তত্বাবধায়নে সেমিনারে মূল গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন এ বি এম আব্দুল্লাহ। এ বি এম আব্দুল্লাহ ‘মানব সম্পদ উন্নয়নে ইসলামী ব্যাংক : পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক বিষয়ে পিএইচডি গবেষনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আ খ ম ওয়ালী উল্লাহ, অধ্যাপক ড. জাকির হুসাইন, অধ্যাপক ড. ময়নুল হক, অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান, অধ্যাপক ড. মুজাহিদুর রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ, অধ্যাপক ড. শহিদ মুহাম্মদ রেজওয়ান, অধ্যাপক ড. আ ছ ম তরীকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা।
পিএইচডি গবেষণা প্রবন্ধ গবেষক এ বি এম আব্দুল্লাহ উল্লেখ করেন, ‘মানব সম্পদ উন্নয়নের সাথে সকল উন্নয়ন নির্ভরশীল। প্রকৃতপক্ষে একজন মানুষ শিক্ষা-দিক্ষা ও নৈতিকভাবে উন্নতি সাধন করলে তার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন খুবই সহজে অর্জিত হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন