'মাদককে না বলি, সুস্থ জীবন যাপন করি'- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মাসব্যাপী পথনাটকের আয়োজন করেছে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির প্রতিকূল প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই নাটকের মূল লক্ষ্য বলে জানা যায়। আজ বুধবারর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগার চত্বরে ও পরে বুদ্ধিজীবী চত্বরে ‘জীবনের জয়গান’ পথনাটকটি মঞ্চায়িত হয়।
নাটক চলাকালে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী, সহকারী প্রক্টর লিটন মিত্র, নিয়াজ মুরশেদ রিপন, মিযানুর রহমান, হাটহাজারী থানার কর্মকর্তা ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীরসহ আরো অনেকে। এ সময় বিপুল সংখ্যক দর্শকেরও সমাগম ঘটে।
নাটকটি পরিকল্পনা ও নির্দেশনায় নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক শামীম হাসান এবং নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন।
নাটকটি একটি গানের মাধ্যমে শুরু হয় যা মাদকাসক্তির নেতিবাচক দিকগুলিকে বর্ণনা করে। এটি একটি মধ্যবিত্ত পরিবারের গল্প বলে। যেখানে বাবা-মা প্রায়ই তাদের একমাত্র মেয়ের সামনে খুটিনাটি বিষয়গুলিতে একে অপরের সাথে ঝগড়া বিবাদে লেগে থাকে। পিতামাতার মধ্যে ঝগড়া বিবাদ মেয়েটির জন্য মানসিক যন্ত্রণার সৃষ্টি করে, যা তাকে মাদক সেবন করতে বাধ্য করে।
নাটকের অভিনেতা মো. কায়কোবাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের দেশে যুবসমাজ আজ নানা সমস্যার মুখোমুখি, এর মধ্য প্রধান একটা সমস্যা হলো মাদক, তাই আমরা নাট্যকলা পরিবার মাসব্যাপী মাদক বিরোধী নাটক করছি। আমাদের এই নাটক দেখার পর যদি মানুষের বিবেকের মাঝে বিন্দু মাত্র নাড়া দেয় তাহলে আমাদের কষ্ট সার্থক হবে। সবশেষে বলতে চাই নাটক সমাজের অন্যায় এবং খারাপের বিরুদ্ধে প্রতিবাদ।
এ নাটক বিশ্ববিদ্যালয়ের সব'কটি হলে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে শামসুন্নাহার হল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও নাটকটি ১১ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এবং চারুকলা ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার