জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ও আজ শনিবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান। এসময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য ও সনদ প্রদান করেন ।
কর্মশালায় ট্রেইনার হিসাবে বক্তব্য রাখেন জেএনইউডিএস’র সাবেক সভাপতি নাসির উদ্দিন পিন্টু, সাবেক সভাপতি এবং ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাাইটির সাবেক বিতার্কিক আওফা ইসলাম, জেএনইউডিএস’র সাবেক আহ্বায়ক হাসান জাকির, সাবেক সহ-সভাপতি এবং এসএ টিভির সংবাদ উপস্থাপক সালাউদ্দিন সাদী ।
কর্মশালায় বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস) এর সভাপতি সবুজ রায়হানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূইঁয়া, স্বাগত বক্তব্য প্রদান করেন সোসাইটির মডারেটর সুমন কুমার মজুমদার,সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক কাজী মো. নাসির উদ্দিন। সঞ্চালনা করেন জেএনইউডিএস’র সাধারণ সম্পাদক মো. মাহিদুল ইসলাম মাহিম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন