রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক ক্যালেন্ডারের নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা। কিন্তু সেই নিয়ম উপেক্ষা করছে বিশ্ববিদ্যালটির ৪টি বিভাগ।
পরীক্ষা শেষ হওয়ার দুই মাস তো দূরের কথা, কোনও কোনও ক্ষেত্রে প্রায় এক বছর হলেও ফলাফল প্রকাশ হচ্ছে না।
সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, মাত্র দু একজন শিক্ষকের খাতা মূল্যায়নে অবহেলা ও সান্ধ্যকোর্স শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকার কারণে তারা নিয়মিত ব্যাচের শিক্ষার্থীদের খাতা মূল্যায়নে গুরুত্ব দিচ্ছেন না। সে কারণেই বিভাগটির ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ১৫ মার্চ থেকে ২৯ এপ্রিল। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার ১১ মাস অতিবাহিত হলেও ফলাফল প্রকাশ হয়নি।
বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে গত বছরের আগস্ট মাসে। সাত মাসেও কোনও বর্ষের ফলাফল প্রকাশ হয়নি।
ফোকলোর বিভাগে গত বছরের ২৭ আগস্ট থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার চার মাস অতিবাহিত হলেও কোনও বর্ষেরই ফলাফল প্রকাশিত হয়নি।
ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে গত বছরের ১৫ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রথম থেকে চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা। এই বিভাগেও পরীক্ষা শেষ হওয়ার চার মাস অতিবাহিত হলেও ফলাফল প্রকাশিত হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. বাবুল ইসলাম বলেন, “বিভাগগুলো থেকে আমাদের কাছে রেজাল্ট শিট আসলে আমরা দু-এক দিনের মধ্যে সেটা প্রকাশের জন্য প্রস্তুত করে দিই। কিন্তু বিভাগগুলো যদি একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ফলাফল প্রকাশ না করে তাহলে সেখানে তো আমাদের কিছু করার নেই।”
বিডি প্রতিদিন/কালাম