চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহজালাল হলের আবাসিক শিক্ষার্থীরা প্রায় ৬ ঘণ্টা রাস্তা অবরোধ, হলের হাউস টিউটরকে অবরুদ্ধ করে আন্দোলন চালিয়ে যায়। পরে বিশ্ববিদালয় প্রক্টরিয়াল বডির আশ্বাসে আন্দোল থেকে সরে দাঁড়ায় হলের আবাসিক শিক্ষার্থীরা। অবশেষে সেই প্রভোস্ট প্রফেসর ড. সুলতান আহমদকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী তাকে অব্যাহতি দেন বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
সূত্র জানায়, নামে মাত্র প্রভোস্টের দায়িত্বে ছিলেন প্রফেসর ড. সুলতান আহমদ। তিনি বছরের পর হলে আসতেন না বলে অভিযোগ আবাসিক শিক্ষার্থীদের। তিনি সব সময় নিয়োগ বাণিজ্য নিয়েও ব্যস্ত থাকে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও হলে পানির সমস্যা, টয়লেট অপরিষ্কার, ছাদ থেকে পলেস্তরা খসে পড়াসহ নানা সমস্যায় জর্জরিত শাহজালাল হল। দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও কার্যকরি কোনো পদক্ষেপ নেননি তিনি। এ নিয়ে বিভিন্ন সময় আন্দোলনও করেন শিক্ষার্থীরা। গত ২৪ এপ্রিলও হলে তালা ঝুলিয়ে তার পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে উপাচার্য প্রভোস্টের পদ থেকে তাকে অব্যাহতি দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন