কানাডিয়ান ইউনিভার্সিটির সাথে বৈঠকে অংশগ্রহণ করেন বাইনারি ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার নির্বাহী চেয়ারম্যান তান শ্রী দাতো প্রফেসর জোসেফ আদাইকালাম। শুক্রবার বিকেলে (২৬ এপ্রিল) ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে ঘুড়ে দেখার পাশাপাশি তিনি মালয়েশিয়ার সাথে বাংলাদেশের উচ্চ শিক্ষার নানা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নজরুল ইসলাম।
অতিথিদের স্বাগত জানান কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান শাহনুল হাসান খান, সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন ড. মো. শাহরুখ আদনান খান এবং ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স ও এমবিএ/ইএমবিএ প্রোগ্রামের পরিচালক ড. এম. মামুন আল বশির।
এসময় আরও উপস্থিত ছিলেন কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ন্যাচারাল সায়েন্স-এর প্রধান ওয়ালিদ বিন কাদের, এডমিশন প্রধান ওয়াকী তাসনীম চৌধুরী ও বাইনারি ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার বিজনেস স্কুলের ডিন ড. আসিফ মাহবুব করিম।
এ সভায় মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে উচ্চশিক্ষা প্রসারে সহযোগীতা, স্টুডেন্ট ও ফ্যাকাল্টি এক্সচেঞ্জ-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বিডি প্রতিদিন/হিমেল