ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনুষদসমূহের ডিন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের প্যানেল নীল দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচনে মোট ১০টি অনুষদের ৯টিতেই বিজয়ী হয়েছেন তারা।
অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের প্যানেল সাদাদল একটি পদে জয় পেয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১০টি পদের বিপরীতে দুটি পদে কোন প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী না থাকায় আটটি পদে নির্বাচন হয়।
নীল দল থেকে বিজয়ীরা হলেন, কলা অনুষদে ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদে ড. তোফায়েল আহমদ চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদে অধ্যাপক ড. শিবলী রুবায়তুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. সাদেকা হালিম, জীববিজ্ঞানে ড. মো.
ইমদাদুল হক, ফার্মেসি অনুষদে ড. এস এম আব্দুর রহমান, চারুকলা অনুষদে অধ্যাপক নিসার হোসেন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে ড. এ এস এম মাকসুদ কামাল ও আইন অনুষদে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। অধ্যাপক মাকসুদ কামাল ও রহমত উল্লাহ বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে, বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের প্যানেল থেকে একমাত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে ড. মো. হাসানুজ্জামান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন