১৫ জুলাই, ২০১৯ ১৮:১৫

সিলেটে নার্সিং কলেজ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে নার্সিং কলেজ শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

চার দফা দাবিতে টানা ১০ম দিনের বিক্ষোভ করেছেন সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সিলেট নার্সিং কলেজ ক্যাম্পাসে সোমবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন তারা।

আন্দোলনকারীরা জানান, চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিংয়ের পুরাতন কারিকুলাম বহাল, স্বতন্ত্র প্রফেশনাল ক্যাডার সার্ভিস চালু, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজার টাকা করা; বৃত্তি ২ হাজার থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা এবং সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স (সিপিএন) পদ সৃষ্টি করে নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত করার দাবিতে এই কর্মসূচি। 

এসময় কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অনিক দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিথি শিকদারের পরিচালনায় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ তানজিনা তিথীসহ শিক্ষর্থীরা।

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দাবি পূরণ হওয়ার পরই ক্লাসে ফিরে যাবো; অন্যথায় কঠোর আন্দোলনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তারা।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর