১৭ জুলাই, ২০১৯ ১২:৪১

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারী সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাষ্কর্যের সামনে প্রায় পাঁচশতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে একটি মিছিল বের করে। এর পর মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা।

শিক্ষার্থীদের অবস্থানের কারণে দুপুর ১২টা থেকে শাহবাগ দিয়ে সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

আন্দোলনকারীদের মুখপাত্র মো. শাকিল আহমেদ জানান, আমরা চারদফা দাবিতে আন্দোলন করছি। আমাদের প্রধান দাবি হলো, যেকোনো মূল্যে সাত কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অটোমেশনের আওতায় নিয়ে আসতে হবে। দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার ফলাফল দিতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরণের বহিরাগত যান চলাচল নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ করতে হবে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর