১৮ জুলাই, ২০১৯ ২০:৩৬

সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় ৭ বিশ্ববিদ্যালয়

শেকৃবি সংবাদদাতা

সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় ৭ বিশ্ববিদ্যালয়

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬টি কৃষি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ও ১টি কৃষি অনুষদভুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষায় সমন্বিত ভর্তি পদ্ধতিতে যাচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্যের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ’ এর স্ট্যান্ডিং কমিটির ২৬০ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেকৃবি’র জনসংযোগ কর্মকর্তা মো. বশিরুল ইসলাম।

সভার সিদ্ধান্ত অনুযায়ী এবছর সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষার এ প্রক্রিয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিবে। পরবর্তীতে পর্যায়ক্রমে জ্যৈষ্ঠতার ভিত্তিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৯ জুলাই পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ চূড়ান্ত করা হবে।

সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া এ বিশ্ববিদ্যালয়গুলো হলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহাম্মদেসহ ২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ সভায় উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর