২১ জুলাই, ২০১৯ ১০:১১

৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবির বিভিন্ন ভবনে তালা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবির বিভিন্ন ভবনে তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রাজধানীর সাতটি সরকারি কলেজের অধিভুক্তি চলতি শিক্ষাবর্ষ থেকে বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে তালা লাগিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবন, প্রক্টর অফিস, কলা ভবন, এফবিএফ-সহ অন্যান্য ভবনে সকাল থেকেই তালা লাগিয়ে দেন তারা।

তালাবদ্ধ এসব ভবনের সামনে শিক্ষার্থীরা অধিভুক্তি বাতিলের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।

এছাড়া শিক্ষার্থীদের আরেকটি অংশ একই দাবিতে পুরো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে।

আন্দোলকারীরা বলছেন, ৭ কলেজের অধিভুক্তির ফলে প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক কাজে ঢাবির শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই অবিলম্বে এসব কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে।

এরই অংশ হিসেবে আজ কার্যত ঢাবি অচল করে দেওয়া হয়েছে। দাবি না মানা পর্যন্ত এই অচলাবস্থা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর