শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। আহত রাকিবুল হাসান মিলন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ আকন্দের অনুসারী।
জানা যায়, সোমবার বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় মিলনের উপর হামলা করে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারীরা। এসময় তিনি চোখ, মুখ ও মাথায় আঘাত পান।
আহত মিলন হামলার ব্যাপারে বলেন, ‘ক্লাস থেকে বের হয়ে অর্জুনতলার দিকে আসলে ইমরান খানের অনুসারী সাদ্দাম হোসেন লিখন, রোহিতুজ্জামান নাজমুল, মনোয়ার হোসেন, সাজ্জাদ, মাসুদ, মুন, তন্ময়, অমিত যৌথভাবে আমার উপর হামলা চালায়। এসময় তারা আমাকে পাইপ দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে।’
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ঘটনার সত্যতা আমি খতিয়ে দেখছি।
সার্বিক ব্যাপারে প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, একজনকে মারধরের ঘটনা আমি শুনেছি। ঘটনা সর্ম্পকে আমি বিস্তারিত জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
বিডি প্রতিদিন/হিমেল