২৩ জুলাই, ২০১৯ ১৪:৫৭

উত্তাল ঢাবি, উপাচার্যকে ছাত্রলীগের স্মারকলিপি

অনলাইন ডেস্ক

উত্তাল ঢাবি, উপাচার্যকে ছাত্রলীগের স্মারকলিপি

৭ কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছবিটি রবিবার তোলা

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানীর সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ সংকট সমাধানে মঙ্গলবার দুপুরে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের নেতৃত্বে এ স্মারকলিপি দেয়া হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সাত কলেজকে ঢাবির অধিভুক্ত করা হয়েছিল, কিন্তু সেই লক্ষ্য ব্যাহত হচ্ছে। তবে আমরা সাধারণ শিক্ষার্থীরা অধিভুক্ত সাত কলেজের পক্ষে। তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। কিন্তু ক্লাস-পরীক্ষা বর্জন করে একটি মহল তাদের বিশেষ স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

গোলাম রাব্বানী আরও বলেন, আগামীকাল বুধবার থেকে আপনার ক্লাসে যাবেন। যারা বাধা দেবে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর