২৩ জুলাই, ২০১৯ ১৭:০৪

ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে ববিতে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে ববিতে বৃক্ষরোপণ কর্মসূচি

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আম এবং কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। 

বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর ড. সুব্রত কুমার দাসের তত্ত্বাবধায়নে কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যানবৃন্দ, প্রভোস্টবৃন্দ, পরিচালকবৃন্দ, ছাত্র উপদেষ্টা, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

ক্যাম্পাস সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ৫০টি আম ও ৫০টি কাঁঠাল গাছের চারা রোপণ করা হয়। 

এর আগে চলতি বছরে আরও দুই দফায় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর