স্বাধীন বাংলাদেশের স্বপ্ন পূরণ, বাঙ্গালি জাতিসত্ত্বা ও জাতীয়তাবোধের মহান পুরুষ ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙ্গালির ভাষা চিন্তা, বাঙ্গালির আশা আকাঙ্খা, বাঙ্গালির সাহস ও শক্তির সম্মোহনী নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর অসাধারণ দূরদৃষ্টি ও সুগভীর রাজনৈতিক চিন্তায় স্বাধীন বাংলাদেশ ও বাঙালির মুক্তি অর্জিত হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর স্মরণে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত ‘বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় মূখ্য আলোচক প্রখ্যাত ইতিহাসবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর বঙ্গবন্ধু প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন এ কথা বলেন।
তিনি তাঁর বক্তৃতায় বঙ্গবন্ধু হত্যাকান্ডের নেপথ্য পরিকল্পনাকারীদের খুঁজে বের করার জন্য অবিলম্বে একটি কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশের জন্য সরকারের নিকট অনুরোধ জানান।
বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।
বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর সুফিয়া বেগমের সভাপতিত্বে আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক মেহেরীন মুনজারীন রত্না প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন, রেজিস্ট্রার, অধ্যাপক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন