অর্ডিন্যান্স পরিবর্তনসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও ইনস্টিটিউটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। এছাড়াও ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রক্টর বরাবর স্মারকলিপিও পেশ করে তারা।
সোমবার (২৬ আগস্ট) সকাল ৯টা থেকে একাডেমিক ভবনের মূল ফটক অবরোধ করে এ বিক্ষোভ করে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে দুপুর ২টার দিকে প্রথম দিনের মতো তারা আন্দেলন থেকে সরে আসে। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের দিকে যাবে বলেও জানান আন্দোলনরত একাধিক শিক্ষার্থীরা।
জানা যায়, সোমবার সকাল থেকে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পোস্টার হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা ১০টায় ঘটনাস্থলে এসে প্রক্টরিয়াল বডির সদস্যরা শিক্ষার্থীদের সাথে কথা বলেন । পরে প্রক্টরিয়াল বডি ঘণ্টাব্যাপী ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও আন্দেলনরত কয়েকজন শিক্ষার্থীদের সাথে মিটিং করেন। মিটিং শেষে দাবি না মানায় পুনরায় আন্দেলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইনস্টিটিউটের ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওসিকুল ইসলাম বলেন, আমাদের অর্ডিন্যান্স অনুযায়ী ক্রেডিট লস সিস্টেম নেই। একটা কোর্সে দুইবার ফেল করা। আমাদের দাবি মানতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
বিডি প্রতিদিন/হিমেল