বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মহুয়া চত্বরে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদান করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘আমাদের সবার মনে দুটো বড় হত্যাকাণ্ডের স্মৃতি জড়িয়ে আছে। আমরা ১৫ আগস্ট ও ২১ আগস্টকে ভুলিনি। রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করা লাগে। তাই ছাত্রলীগের রক্তদান কর্মসূচি খুবই সামঞ্জস্যপূর্ণ। ছাত্রলীগের এ উদ্যোগকে স্বাগত জানাই। আশা করবো এমন কর্মসূচি আরো ছড়িয়ে পড়বে।’
এ সময় তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য যে ১৪৪৫ কোটি টাকা এসেছে। সেটিকে আনা হয়েছে শিক্ষার্থীদের বাসস্থান, ক্লাসরুম ও লাইব্রেরি নির্মাণের জন্য। যখন এ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা হচ্ছে তখন আমরা দেখছি বাধা সৃষ্টি করা হচ্ছে। বাংলাদেশকে ভালোবেসে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে একযোগে কাজ করলে এ বাধা অতিক্রম করা সম্ভব।’
এ সময় রক্তদান কর্মসূচিতে সকলকে স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চলনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ ও ঢাকা জেলা, অপরাধ উত্তরের পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।
বিডি-প্রতিদিন/মাহবুব