চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কবিরকে কোন ধরনের কারণ না দেখিয়ে চবির ফিজিক্যাল অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতির পদ থেকে অব্যহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কে এম নুর আহমদ বলেন, উপরের নির্দেশেই আমি চিঠি দিয়েছি। এ বিষয়ে আমি কিছুই জানি না।
২০০০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা পেশার শুরু। ২০০৪ সালে সহকারী অধ্যাপক, ২০০৯ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৬ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
প্রশাসনিক ও অন্যান্য দায়িত্ব পালনের শুরু ২০০৭ সালে প্রীতিলতা হলের হাউজ টিউটর হিসেবে।
বিডি প্রতিদিন/আরাফাত