ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে গণরুম উচ্ছেদ এবং গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী’র ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে বৈধ সিটের দাবি জানান।
সমাবেশে আন্তজাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী বাকি বিল্লাহ আল মাহদী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমরা স্বাধীন পরিবেশের স্বপ্ন দেখি, মুক্তচিন্তার কথা ভাবি। কিন্তু ভর্তি হওয়ার পর আমরা হতাশ হয়ে যাই। ভর্তির পর আমাদের অনেক স্বপ্ন থাকে আমরা গবেষণা করব। কিন্তু গণরুমে গাদাগাদি করে থাকা আর গেস্টরুমে মানসিক ও শারিরীক নির্যাতন আমাদের স্বপ্ন চুরমার করে দেয়। হলগুলোতে মুক্ত আলোচনারও কোন সুযোগ বলে মন্তব্য করেন তিনি।
গণরুম ও গেস্টরুম ছাত্রলীগের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে মন্তব্য করে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, একটা সিটের জন্য বছরের পর বছর ধরে শিক্ষার্থীদের রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের গোলামি করতে হয়। এটা একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। এই সংস্কৃতি বন্ধ করতে হবে। তিনি বলেন, ডাকসু নির্বাচনে প্রত্যেক প্যানেল তাদের ইশতেহারে এ বিষয়ে প্রতিশ্রুতি দিলেও কোন কাজ করেনি। তাহলে এটা কার ডাকসু? ডাকসু তার দায়িত্ব পালন না করলে শিক্ষার্থীরা বসে থাকবে না বলেও জানান তিনি।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি লেকচার থিয়েটার সামনে দিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়। এ সময় ‘গণরুমের কারাগার, ভেঙ্গে ফেল ভেঙ্গে ফেল’, ‘অত্যাচারীর ঠিকানা, ঢাবি হবে না’, ‘ডাকসু করে কী, খায়-দায় ঘুমায় নাকি?’ ইত্যাদি স্লোগান দেয় শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার