ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বি.এড. এম.এড ও লাইব্রেরি সায়েন্স কোর্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর)-এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নেটিশ বোর্ড ফল প্রকাশ করা হয়েছে। মেধা তলিকায় স্থান প্রাপ্ত ভর্তিচ্ছুরা আগামী ১১ অক্টোবর থেকে ১৮ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে। অপেক্ষমাণ তালিকায় স্থান তালিকায় স্থান প্রাপ্তরা আসন শূন্য সাপেক্ষে ১৯ তারিখ ভর্তি হতে পারবে।
উল্লেখ্য, এবছর আইআইইআর এর অধীনে ১ বছর মেয়াদি ব্যাচেলর অফ এডুকেশন (বি.এড) কোর্সে ৭৫টি আসনের বিপরীতে ১৪৯জন, মাস্টার্স অফ এডুকেশন (এম.এড) কোর্সে ৫০টি আসনের বিপরীতে ৫২জন এবং ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে ৮০টি সিটের বিপরীতে ১৮১জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
বিডি প্রতিদিন/ফারজানা