ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইমরান আলী অর্ক (২৯) নামের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থী মারা গেছেন। রবিবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার বন্ধুমহল সূত্রে জানা যায়। ইমরান আলী অর্ক বিশ্ববিদ্যালয়ের ৩৮তম আবর্তনের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
রংপুর জেলার কাউনিয়া উপজেলার মধুপুর গ্রামের ছেলে অর্ক বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন 'জলসিঁড়ি'র সদস্য ছিলেন। তার বন্ধু শিহাব উদ্দিন ইনান বলেন, "সকালে পেটে খাদ্যে বিষক্রিয়া থেকে অসুস্থ হলে অর্ক সাভার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় আসে। দুপুরের দিকে পুনরায় পেটে সমস্যা অনুভব করলে সাভারে সুপার হাসপাতালে যায়। সেখানকার ডাক্তাররা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। এনাম মেডিকেলে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।"
"এরপর অর্ককে নিয়ে সাভার থেকে দ্রুত ঢাকা রওনা হই। শারীরিক অবস্থার অবনতি হওয়ার এবং ঢাকা মেডিকেল যাওয়া আরো সময়ের ব্যাপার দেখে তাকে কলেজগেটের সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়া হলে সেখানকার জরুরি বিভাগের ডাক্তাররা অর্ককে আইসিইউতে রাখার পরামর্শ দেন। কিন্তু সোহরাওয়ার্দী হাসপাতালে আইসিইউ সুবিধা না পেয়ে আশপাশের প্রাইভেট হাসপাতালে আমরা খোঁজ করতে থাকি। এর মাঝেই অর্ক আমাদের ছেড়ে চলে যায়।"
এদিকে, অর্কের মৃত্যু সংবাদ পৌঁছালে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নামে। রাত ১১টার দিকে হাসপাতাল থেকে তার মরদেহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আনা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তার জন্য দোয়া-মোনাজাত করেন। এরপর মরদেহ প্রয়াতের বাড়ি রংপুরে নেওয়া হয়। সেখানে সকাল ১১টায় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
সাম্প্রতিক সময়ে ইমরান আলী অর্ক বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া এলাকায় থেকে চাকরির জন্য পড়াশুনা করছিলেন বলে তার বন্ধুরা জানান। পড়াশুনার পাশপাশি অর্ক সংগীত চর্চাও করতেন।
জাবির সাবেক এই শিক্ষার্থীর মৃত্যুতে শোক জানিয়েছে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, "অর্ক বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ ছিলো। সে সুন্দর গান করতো। তার এমন অবেলায় চলে যাওয়া সত্যি কষ্টদায়ক। উপাচার্য তার মৃত্যুতে শোক জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলেই তার মৃত্যুতে ব্যথিত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।"
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান শোক জানিয়ে বলেন, "ভাই একজন গানপাগল অমায়িক আচরণের মানুষ ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সব মহলে তার জনপ্রিয়তা ছিলো। তার এমন অকাল চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে। "
বিডি-প্রতিদিন/মাহবুব