বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলে আবরার ফাহাদ নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।
নিহতের খবর ছড়িয়ে পড়লে সোমবার সকাল থেকেই বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা।
এদিকে, এ ঘটনায় সকাল থেকেই সিসিটিভির ফুটেজ উদ্ধারের দাবিতে প্রভোস্টের অফিস ঘেরাও করেন শিক্ষার্থীরা। সিসিটিভির ফুটেজ চেক করতে গিয়ে দেখা যায় রাত ২টা ৬ মিনিটের পর থেকে সিসিটিভির ফুটেজ পাওয়া যাচ্ছে না।
বিডি প্রতিদিন/কালাম