বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে।
‘বুয়েট শিক্ষার্থী আববার হত্যার বিচার চাই’ ব্যানারে সোমবার দুপুরে প্রগতিশীল ছাত্র জোট এই বিক্ষোভ করে।
বিক্ষোভ থেকে ‘বুয়েট তোমার ভয় নাই, ঢাবির আছে লাখো ভাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
উল্লেখ্য, বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয়তলা থেকে আবরার ফাহাদ (২১) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
তার শরীরের অনেক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের পেছনে, বাম হাতে ও কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত আঘাতের কালো দাগ ছিল।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/কালাম