বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। শনিবার রাজধানীর ল্যাব এইড হাসপাতালে সকাল ৭টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপাচার্য। তিনবারের জাতীয় সংসদ সদস্য আওয়ামী লীগের বর্ষীয়াণ এই নেতা ১৯৫৩ সালের ১৯ ডিসেম্বর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দিতে জন্মগ্রহণ করেন।
উল্লেখ্য, কৃষিবিদ আব্দুল মান্নান কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) সাবেক মহাসচিব, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া একাদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যও ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
বিডি-প্রতিদিন/শফিক