করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার এবং ফার্মেসী অনুষদের যৌথ উদ্যোগে উৎপাদিত ‘হ্যান্ড স্যানিটাইজার’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ শুরু হয়েছে।
সোমবার ফার্মেসী অনুষদের লেকচার থিয়েটারে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নিজস্ব অর্থায়নে ‘হ্যান্ড স্যানিটাইজার’ তৈরী করেছিল অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।
স্যানিটাইজার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, এমিরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী ও ডাকসু’র সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মো. সাদ্দাম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের আধুনিক ল্যাবরেটরিতে এসব স্যানিটাইজার প্রস্তুত করা হচ্ছে। সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আ ব ম ফারুক এবং ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আব্দুর রহমানের নেতৃত্বে অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা ইতোমধ্যে ৬০০ বোতল ‘হ্যান্ড স্যানিটাইজার’ প্রস্তুত করেছেন। আরও ৪০০ বোতল স্যানিটাইজার প্রস্তুতের পথে বলেও জানানো হয়েছে। প্রাথমিকভাবে এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল