২ এপ্রিল, ২০২০ ১৩:২৩

তিন খাতে একদিনের বেতন দিবেন চবি শিক্ষক সমিতি

চবি প্রতিনিধি

তিন খাতে একদিনের বেতন দিবেন চবি শিক্ষক সমিতি

করোনাভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি মূল বেতনের এক দিনের সমপরিমাণ টাকা তিন খাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. এমদাদুল হক।

অধ্যাপক মো. এমদাদুল হক বলেন, আমরা সংগৃহীত টাকা তিনটি খাতে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পাশ্ববর্তী এলাকার দরিদ্র মানুষের খাদ্যসামগ্রী বিতরণে এবং স্বাস্থ্য খাতের জরুরি প্রয়োজনে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার্থে পিপিই ও মাস্কের জন্য।

তিনি বলেন, মহামারী পরিস্থিতিতে নাগরিক দায়িত্ববোধ থেকে এ সিদ্ধান্ত নিয়েছি আমরা।

এ বিষয়ে অনলাইনে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের কয়েক দফা সভা হয়েছে। পরিস্থিতির কারণে সাধারণ সভা করা সম্ভব হয়নি।

তবে আমরা এ প্রস্তাব শিক্ষদের জানিয়েছি। কারও যদি এতে অসম্মতি থাকে তাহলে ৫ এপ্রিলের মধ্যে জানাতে বলা হয়েছে। শিক্ষকদের এপ্রিল মাসের বেতন থেকে এ সহযোগিতা করার সিদ্ধান্ত হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর